Facilities:
২০২৩ সালে যেসব ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে বর্ণমালা একাডেমির যাত্রা শুরু হয়েছিলো, সেই তোমরা এখন এসএসসি দেওয়ার মত বড় হয়ে গিয়েছো !!
করোনা, নতুন শিক্ষাক্রম বা নতুন পরীক্ষাপদ্ধতির মত শত শত এক্সপেরিমেন্ট করা হয়েছে তোমাদের উপর। তবে যাত্রার প্রতিটি পদক্ষেপে সাথে ছিলো বর্ণমালা একাডেমি।
২০২৫ সালে তোমাদের বিভাগ পরিবর্তন , নতুন বই, নতুন পাঠ্যক্রম এবং সবশেষে ২০২৬ সালে এসএসসির মতো পাব্লিক পরীক্ষা হবে।
যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাদের যতোটা ননা একজন শিক্ষক প্রয়োজন , তার থেকেও অনেক বেশি প্রয়োজন একজন অভিভাবকের। যে তোমাকে পথ দেখাবে আপনজনের মতো।
ঠিক এই কারণে মাত্র আমরা মাত্র ৩০০ জন নিয়ে পরিবার শুরু করতে চাই, যাতে করে তোমাদের প্রত্যেকের গল্প আলাদাভাবে শুনতে পারি।
তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা সমস্যার সমাধানের গল্প দিয়ে শুরু হচ্ছে বর্ণমালা একাডেমির প্রথম কোর্স ! এবার আর শুধু ক্লাস নয়; পুঙ্খানুপুঙ্খরূপে তোমাদের সামগ্রিক গাইডলাইন নিয়ে আসছি।
তাই চলো “তোমরা” থেকে এখন “আমরা” হয়ে পথচলা শুরু করি।