About
প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা , অনেক প্রতীক্ষার পর তোমাদের জন্য শুরু হচ্ছে মিশন স্কলারশিপ 2025 batch 2 যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষা অনেক বছর পর শুরু হচ্ছে তাই এগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করছে সব কনফিউশন দূর করতে এবং কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য আমরা নিয়ে এসেছি এই কোর্স এটা শুধুমাত্র একটা কোর্স না এটা একটা মিশন একটা জার্নি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই কোর্সের সবার জন্য না । সবাই চাইলেও এই কোর্সে এনরোল করতে পারবে না । আমরা চাইলেই এই কোর্সের সবাইকে নিয়ে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারতাম । কিন্তু আমরা চাচ্ছি অল্প কিছু স্টুডেন্ট যারা সত্যিকার অর্থে ভালো ফলাফল করতে চাও এবং পরবর্তীতে এসএসসি এবং এসএসসি এর জন্য তোমার বেসিকটা ক্লিয়ার করতে চাও । এই করতে থাকছে: বিজ্ঞান গণিত ইংরেজি বাংলা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান ও গণিতে প্রত্যেকটা অধ্যায় তিনটা করে ক্লাস থাকবে একটা হচ্ছে বেসিক একটা সৃজনশীল আর একটা বহুনির্বাচনি প্রশ্নের জন্য । ইংরেজি এবং বাংলাতে প্রত্যেকটা পত্রের জন্য ৯ থেকে ১৫ টা ক্লাস হবে বিজ্ঞানের ক্ষেত্রে পুরো বইয়ের ১ থেকে ১১ নম্বর অধ্যায়ের শুধুমাত্র বেসিক ক্লাস ইউটিউবে ফ্রিতে দিয়ে দেয়া হবে ( অলরেডি ১ থেকে ৮ নম্বর অধ্যায় ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে) এবং এক বা দুইটা অধ্যায়ের সি কিউ এবং এম সি কিউ ক্লাস youtube এ ফ্রিতে দেওয়া হবে গণিতের প্রথম দুইটা অধ্যায়ের ক্লাস youtube এ ফ্রিতে দেওয়া আছে আর যেকোনো দুইটা অধ্যায়ের ক্লাস youtube এ ফ্রিতে দেওয়া হবে বাংলা এবং ইংলিশে দুই থেকে তিনটা ক্লাস ইউটিউবে ফ্রিতে দেওয়া হবে বাকি যত ক্লাস আছে শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরা করতে পারবে কোর্সটি তে এনরোল করার আগে অবশ্যই এই ডেসক্রিপশন ভালো ভাবে পড়ে নিবে। পরবর্তীতে কোন সমস্যার জন্য বর্ণমালা একাডেমী কর্তৃপক্ষ দায়ী থাকবে না । যে কোন সমস্যার জন্য আমাদের পেইজে মেসেজ দিতে হবে ।
You can also join this program via the mobile app. Go to the app
